দেশজুড়ে

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে টিএমএসএসর জরিমানা

বগুড়ার করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় বেসকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান এ দণ্ডাদেশ দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান জানান, দুপুরে ঠেঙ্গামারা এলাকার তোতা মিয়ার কবরের কাছে বালাপাড়ার অদূরে করতোয়া নদীতে অভিযান পরিচালনা করে। এসময় দুইটি মেশিনে বালু উত্তোলন করা হচ্ছিল। আর দুইটি মেশিন পাশেই পড়ে ছিল। ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে ধ্বংস করতে গেলে বেসরকারি সংস্থা টিএমএসএসর লোকজন সেখানে উপস্থিত হয়ে সরঞ্জামগুলো তাদের এবং তারা নিজেদের ব্যবহারের জন্য বালু উত্তোলন করছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। কিন্তু ভূগর্ভস্থ বালু উত্তোলন অবৈধ হওয়ায় প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আর বালু উত্তোলন না করতে বলা হয়। এসময় র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।এআরএ/এবিএস