দেশজুড়ে

উরস থেকে ফেরার পথে সড়কে ঝরলো ২ প্রাণ

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় উরস থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত রাজ্জত আলীর ছেলে আদম আলী (৩২) ও একই গ্রামের লাক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮)। একই গ্রামের অনিল মিয়া ও সরল মিয়া নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মদন গ্রামে হযরত সৈয়দ আহম্মদ বসরী ওরফে বুড়াপীরের বাৎসরিক উরস চলছে। বুধবার উরসের দ্বিতীয় দিনে জগন্নাথপুর গ্রামের ছয়-সাত জন কৃষিশ্রমিক ট্রলিযোগে যান। রাতভর গান শুনে ভোর ৪টার দিকে বাড়ির দিকে রওনা হন তারা।

পথে মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রীর সুজন বাজারে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই আদম আলী ও রাসেল মিয়া মারা যান। এ সময় পথচারীরা আরও দুজনকে উদ্ধার করে মদন হাসপাতালে পাঠালে তাদের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে গাড়িচালক পলাতক আছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। স্বজনদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আনইগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এসজে/এএসএম