দেশজুড়ে

হিলিতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দিনাজপুরের হিলিতে ইয়াবা বিক্রির অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের শালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দম্পতির নাম আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী শাপলা বেগম। মান্নান ওই এলাকার তায়েজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: নরসিংদীতে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শালপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১৩০টি ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবা বড়ি বিক্রয় করছিলেন ওই দম্পতি। রাতে তাদের নামে মাদকের মামলা দিয়ে সকালে কারাগারে পাঠানো হয়েছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস