আওয়ামী লীগের তৃণমূলের মতামত উপক্ষো করে চাঁদপুরের মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনীত করায় বিক্ষোভ করে পৌর কার্যালয় ঘেরাও করেছে নেতাকর্মীরা। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারীর কর্মী-সমর্থকরা রোববার দুপুরে এ বিক্ষোভ-মিছিল ও পৌর কার্যালয় ঘেরাও করেন। এসময় তারা আওয়ামী লীগের নৌকা প্রতীকপ্রাপ্ত মোখলেছুর রহমান মিজিকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেন। দলীয় নেতাকর্মীরা জানান, তৃণমূলের ভোটে নুরুল ইসলাম পাটওয়ারী সর্বোচ্চ ভোট পেয়েছেন। অথচ সেই মতামত উপেক্ষা করে এখন অন্য আরেকজনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। পরে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারী ও কর্মী-সমর্থকরা জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে মৈশাদী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।ইকরাম চৌধুরী/এআরএ/পিআর