কৃষকের বোরো ধান ঘরে না তোলা পর্যন্ত নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনায় বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এরআগে জেলার খালিয়াজুরি ও আটপাড়া উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ ও নদীভাঙন এলাকা পরিদর্শন করেন উপমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী এনামুল হক বলেন, নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের কাজ ৬৭ শতাংশ সম্পূর্ণ হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে শতভাগ কাজ শেষ হয়ে যাবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের কৃষকদের নিয়ে সব সময় চিন্তা করেন। কৃষকদের প্রতি খুবই আন্তরিক। এমনকী প্রতিবছর কৃষকদের যাতে ধান ঘরে তুলতে কোনো অসুবিধা না হয় সেজন্য হাওর রক্ষায় স্থায়ী সমাধানে কাজ করছেন প্রধানমন্ত্রী।
খালিয়াজুরি উপজেলার কীর্তনখোলা হাওরে স্থায়ী বাঁধের পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে উপমন্ত্রী বলেন, এখন জরিপকাজ চলছে। ফোল্ডার-২ এর অধীন কীর্তনখোলা অংশে সাত কিলোমিটার অতিঝুঁকিপূর্ণ বাঁধ স্থায়ীভাবে করা হলে বেশ কয়েকটি হাওরের জমির বোরো ধান অকাল বন্যা থেকে রক্ষা পাবে।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়া আহমেদ সুমন। সঞ্চালনা করেন জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান।
এইচ এম কামাল/এসআর/জেআইএম