দেশজুড়ে

ধর্ষণের মিথ্যা মামলা করায় তরুণী গ্রেফতার

কক্সবাজার আদালত চত্বর থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ তোলা সেই তরুণী রুনা আক্তারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বহুল আলোচিত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ার পর ওই মামলায় অভিযুক্ত এক ব্যক্তির করা প্রতিকার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রুনা আক্তার উপজেলার ইসলামাবাদের আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, তার নামে পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানা মতে পুলিশ বসতবাড়ি থেকে রুনা আক্তারকে গ্রেফতার করে। তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের মার্চে কক্সবাজার আদালত চত্বর হতে তুলে নিয়ে প্রহারের পর গণধর্ষণের অভিযোগে ঈদগাঁও থানার দালাল হিসেবে পরিচিত ফিরোজ আহমদ, শরীফ কোম্পানি, ফিরোজের মামাত ভাই রাশেদসহ ৫-৬ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন রুনা আক্তার। মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ার পর অভিযুক্তদের একজন মামলা করেন। এ মামলায় রুনা আক্তারকে গ্রেফতার করা হয়

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম