দেশজুড়ে

ডিবি পরিচয়ে যুবককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেফতার ৩

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলী এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক যুবককে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিন যুবক। পরে তাদের আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তাদের নেত্রকোনা জেলা আদালতে পাঠায় পুলিশ। এরআগে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার সিধলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন নাটোরের বাগাতিপারা উপজেলার রহিমানপুর গ্রামের সুমন আহমেদ (৪০), একই জেলার গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামের সমিউল হারুন (২৭) ও রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আসমত আলী (৩৩)।

তাদের ভাষ্যমতে, সুমন আহমেদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সামিউল হারুন অনার্সের ছাত্র।

উদ্ধার হওয়া হৃদয় মিয়া (২৫) উপজেলার লেংগুরা ইউনিয়নের উত্তর গোঁড়াগাও গ্রামের আব্দুল জলিলের ছেলে। কৈলাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, হৃদয় মিয়া নামের এক যুবককে সিধলী এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিন যুবক। সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর সময় ওই যুবক চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ডিবি পুলিশের কাছে পরিচয়পত্র দেখাতে বলা হয়। কিন্তু এসময় তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে উপস্থিত লোকজন তাদের ওপর চড়াও হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

হৃদয় মিয়ার মা মালেকা খাতুন বলেন, ‘আমার ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালায়। বৃহস্পতিবার বিকেলে তার মোটরসাইকেল গতিরোধ করে আটকরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে হৃদয়কে বলে, তুই তক্ষক ব্যবসা করিস। আমাদের এক লাখ টাকা দে। টাকা দিতে না চাইলে হৃদয়কে মারপিট করে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এসময় আমার ছেলের চিৎকারে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এসআর/এএসএম