ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আশরাফুল খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনচাকি মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল খান উপজেলার শেখর ইউনিয়নের বড়গা গ্রামের হাসান খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আশরাফুল খান রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটকের পর থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/এসজে/এমএস