দেশজুড়ে

খুঁড়িয়ে চলছে কিশোরগঞ্জ শিল্পকলার চলচ্চিত্র উৎসব

কেবলমাত্র নিয়ম রক্ষার কাজ চলছে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমির ১৫ দিনব্যাপী তৃতীয় চলচ্চিত্র উৎসবে। গত শুক্রবার দুপুরে উদ্বোধনের পর রোববার (১৯ ফেব্রুয়ারি) তৃতীয় দিন বিকেল চারটায় প্রদর্শনী ছিল রায়হান রাফি পরিচালিত ব্লকবাস্টার মুভি ‘দামাল’। তবে জেলা শিল্পকলা অডিটরিয়ামে গিয়ে যে চিত্র দেখা গেলো তা ছিল হতাশার। পুরো হলজুড়ে দর্শক মাত্র ১৫ থেকে ২০ জন।

অথচ কিছুদিন আগের প্রেক্ষাপট বলছে ভিন্নকথা। গত ২৮ অক্টোবর সারাদেশে ২২ সিনেমা হলে ‘দামাল’ মুক্তি পেলেও দর্শক চাহিদা মেটাতে পরের সপ্তাহেই হলের সংখ্যা বাড়াতে হয়েছিল। অথচ আজকের দিনের কিশোরগঞ্জ শিল্পকলাতে ‘দামাল’ প্রদর্শনীর চিত্র ছিল পুরো উল্টো।

গুটিকয়েক দর্শক যার মধ্যে একটা অংশ আবার শিল্পকলারই কর্মকর্তা ও প্রশিক্ষক। শুরুতে কিছু দর্শকের দেখা মিললেও শেষ পর্যন্ত এই সংখ্যাটাও টেকেনি। প্রজেকশন ব্যবস্থা উন্নতমানের না হওয়ায় বিরক্ত হয়ে বেরিয়ে যান অনেকেই।

জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলছেন, চলচ্চিত্র উৎসব সম্পর্কে তারা কিছুই জানেন না। একই কথা বলছেন, স্থানীয় বাসিন্দারাও।

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার সুজন বললো, আমার চাচার কাছে শুনে কয়েকজন বন্ধু মিলে ‘দামাল’ দেখতে এসেছিলাম। কিন্তু এসে দেখি শেষ। আমরা যদি লিফলেট পেতাম সেখান থেকে শিডিউলগুলো জানতে পারতাম।

পরিবারসহ সিনেমা দেখতে আসা রাকিব ইসলাম বলেন, স্বাধীন বাংলা ফুটবল একাদশের ছায়ায় নির্মিত সিনেমাটি দেখার ইচ্ছা ছিল মুক্তির পর থেকেই। জেলায় কোনো হল না থাকায় এখানে এসেছি সবাই মিলে। কিন্তু এত বাজে পর্দা, কোনো অভিনেতার চেহারাই ভালোভাবে বোঝা যায় না। মনে হচ্ছিল হলপ্রিন্ট দেখছি।

এ বিষয়ে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানিয়া আক্তার ঝুমুর বলেন, গতকাল শহরে মাইকিং করা হয়েছে। বেশকিছু জায়গায় লিফলেটও বিতরণ করা হয়েছে।

তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কেবল শুক্রবার সকালে নিয়ম রক্ষার্থে শিল্পকলা প্রাঙ্গণেই প্রশিক্ষণার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছিল। আর মূল ফটকের সামনে ঝুলছে একটিমাত্র ব্যানার।

১৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশের মতো শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে ৩ মার্চ পর্যন্ত। ১৫ দিনে ৩১টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। যেখানে বেশকয়েকটি চলচ্চিত্র সাম্প্রতিক।

উল্লেখযোগ্য সমকালীন চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- দামাল, লাল মোরগের ঝুঁটি, উনপঞ্চাশ বাতাস, ফাগুন হাওয়া, পাপ পুণ্য, বিউটি সার্কাস, রাত জাগা ফুল, শিমু, চন্দ্রাবতী কথা, নোনা জলের কাব্য, মুজিব আমার পিতা, হাসিনা: অ্যা ডটার’স টেল, কমলা রকেট, ইতি তোমারই ঢাকা, গোর, মায়া: দ্য লস্ট মাদার, রূপসা নদীর বাঁকে, জন্মভূমি ইত্যাদি।

এমআরআর/জিকেএস