আইন-আদালত

মির্জা ফখরুলের ব্যাখ্যা গ্রহণ করেছেন আপিল বিভাগ

বিচার বিভাগ নিয়ে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ধরণের বক্তব্য প্রকাশের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর দেয়া ব্যাখ্যা গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে বেলা সাড়ে ১১ টায় আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে আজ আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। তার আগে দুই বার ব্যাখ্যা  দেওয়ার পরেও আদালত সন্তুষ্ট হয়নি। তাই তাকে আবারো (তৃতীয়বার)হলফনামা আকারে ব্যাখ্যা দিতে বলেন আপিল বিভাগ। এর আগে সিলেটে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় মির্জা ফখরুলের কাছে গত ১৮ ফেব্রুয়ারি ব্যাখ্যা চান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ। ফখরুলের জামিন বিষয়ক শুনানি চলাকালে তাকে বক্তব্যের বিষয়ে  ২২ ফেব্রুয়ারি মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলেন আদালত। কিন্তু ২২ ফেব্রুয়ারি আইনজীবীরা ব্যাখ্যা দাখিল করতে গেলে আদালত মির্জা ফখরুলের সাক্ষরিত হলফনামা চান। ওই দিন বিকাল ৩টার দিকে মির্জা ফখরুল সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে হলফনামা জমা দেন। ২৫ ফেব্রুয়ারি হলফনামা দাখিলের সময় আদালত মির্জা ফখরুলের বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ধরণের বক্তব্য দেখতে পান। এরপর এ বিষয়ে ফখরুলের কাছে আবারও ব্যাখ্যা চান আপিল বিভাগ। গত ০৭ ফেব্রুয়ারি সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগেরও স্বাধীনতা নেই’।এফএইচ/জেএইচ/এমএস