দেশজুড়ে

পঞ্চগড়ে পুলিশের মামলায় বিএনপির ১৫ নেতাকর্মী কারাগারে

পঞ্চগড়ে বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা পাঁচ মামলায় দলটির ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক মো. শরীফ হোসেন হায়দার নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই পাঁচ মামলার এজাহারনামীয় ৮১ আসামির মধ্যে ৫৮ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে ফের জামিন আবেদন করলে বিচারক ১৫ জনের জামিন নামঞ্জুর করেন এবং বাকি ৪৩ জনের জামিন আদেশ বহাল রাখেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন, মো. শাওন, এ টি এম তৌফিক মুছা, জাকির হোসেন, মোজাহার আলী, মো. কুয়েত, মো. সুহেল, মো. দুলাল, শরিফুল ইসলাম পারভেজ, মো. জুয়েল রানা, সাবিরুল ইসলাম, সুহেল রানা, এ আর পলাশ, মো. নুরজামাল, মো. হিটলার ও মো. মিলন। তারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আদম সুফি বলেন, যাদের কারাগারে পাঠানো হয়েছে, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা তাদের পক্ষে আগামী ধার্যদিনে আবারও জামিন প্রার্থনা করবো।

গত বছরের ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে ১০ দফা দাবিতে গণমিছিল বের করলে পুলিশি বাধার মুখে পড়েন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক পাঁচটি মামলা করে।

সফিকুল আলম/এমআরআর/এএসএম