আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
হঠাৎ কিয়েভে বাইডেনআকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় এক বছর ধরে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে এটাই বাইডেনের প্রথম কিয়েভ সফর। সোমবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে সাক্ষাতের পর আকস্মিক কিয়েভে যান মার্কিন প্রেসিডেন্ট।
যেভাবে গোপনে ইউক্রেনে পৌঁছালেন বাইডেনরাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূরণ হতে চলেছে আগামী ২৪ ফেব্রুয়ারি। তার আগে আচমকা কিয়েভ সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাধারণত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোথাও গেলে যেভাবে আগে থেকেই ঢাকঢোল পেটানো হয়, এবার ছিল তার পুরো বিপরীত চিত্র। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সবার চোখ ফাঁকি দিয়ে ইউক্রেনে পৌঁছান তিনি।
টাকা দিয়ে কেনা যাবে ফেসবুকের ‘ব্লু ব্যাজ’ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে টাকার বিনিময়ে নিজেদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে পারবে অর্থাৎ ব্লু ব্যাজ পাবে। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা এই ঘোষণা দিয়েছে। মেটার এই ব্লু ব্যাজের জন্য একজনকে মাসিক ১১ দশমিক ৯৯ ডলার বা এক হাজার ২৬২ টাকার বেশি খরচ হবে। অন্যদিকে আইফোন ব্যবহারকারীদের জন্য লাগবে ১৪ দশমিক ৯৯ ডলার বা এক হাজার ৫৭৮ টাকা।
ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় অষ্টমবিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ২৬১ স্কোর নিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর ক্যাটাগরিতে রয়েছে শহরটি। অন্যদিকে ১৬৬ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুর এই মান অস্বাস্থ্যকর। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে এমন চিত্র দেখা যায়।
কাবার মতো দেখতে নতুন মেগা প্রকল্প ঘোষণা সৌদিরআরও একটি ব্যয়বহুল মেগা প্রকল্পের ঘোষণা দিলো সৌদি আরব। গত বৃহস্পতিবার ‘নিউ মুরাবা’ নামে নতুন উচ্চাভিলাষী এই প্রকল্পের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিশাল এই প্রকল্প রাজধানী রিয়াদের প্রাণকেন্দ্রকে পুরোপুরি বদলে দেবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানকে আইএমএফ: ধনীদের কর বাড়াও, গরিব বাঁচাওচরম অর্থসংকটে ভুগতে থাকা পাকিস্তান বহুদিন ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার চেষ্টা করছে। কিন্তু দফায় দফায় বৈঠকের পরেও ঋণের শর্ত নিয়ে একমত হতে পারেনি দু’পক্ষ। এর ফলে ঝুলে রয়েছে আইএমএফের ঋণ ছাড়ের বিষয়টি। তাই প্রশ্ন উঠছে, ঠিক কী এমন শর্ত দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি, যা মানতে পারছে না পাকিস্তান সরকার?
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: বিশ্বের ঘাড়ে ১৩ লাখ কোটি ডলার সুদের বোঝা২০১০ সালের পর থেকে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে। ২০২১ সালের প্রথম প্রান্তিকে ৫৮টি ধনী ও উদীয়মান অর্থনীতির সুদের হার গড়ে ২ দশমিক ৬ শতাংশ ছিল। ২০২২ সালের শেষ প্রান্তিকে এসে পৌঁছায় ৭ দশমিক ১ শতাংশে। এই দেশগুলোর মোট ঋণ কোভিড-১৯ মহামারির আগে রেকর্ড ৩০০ ট্রিলিয়ন বা তাদের সম্মিলিত জিডিপির ৩৪৫ শতাংশ দাঁড়ায়, যা আগের ২৫৫ ট্রিলিয়ন বা জিডিপির ৩২০ শতাংশের চেয়ে বেশি।
ব্রাজিলে বন্যা-ভূমিধস, মৃত্যু ৩৬ব্রাজিলে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছে শত শত মানুষ। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাও পাওলো রাজ্যের একটি শহর পানিতে তলিয়ে গেছে। ভূমিধসের কারণে অসংখ্য বাড়ি ভেসে গেছে। এমনকি অনেক রাস্তাও পানিতে ডুবে গেছে। গাছ পড়ে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছেন জ্যাক মাআলিবাবা ডট কমের কর্ণধার ও চীনা বিলিয়নিয়ার জ্যাক মা এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি তাকে সেখানে একটি হোটেলে দেখা গেছে। চীনের একটি গণামাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। যদিও তার ভ্রমণসূচি এখনো অস্পষ্ট ।
শান্তিনিকেতনে অমর্ত্য সেনের জমিজট কাটলো নাপশ্চিমবঙ্গ প্রতিনিধি: পশ্চিমবঙ্গের বীরভূমে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও বিশ্বভারতী কর্তৃপক্ষের জমি নিয়ে টানাপোড়েন শেষ হলো না। সোমবার (২০ ফেব্রুয়ারি) বীরভূম জেলার বোলপুরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে (বিএলআরও) অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিষয়ে শুনানি ছিল। সেখানে উপস্থিত ছিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী ও বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস। তবে এদিন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
কেএএ/এএসএম