দেশজুড়ে

খুলনায় বিহারী কলোনিতে অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর ভস্মীভূত

খুলনার খালিশপুর ১ নং বিহারী কলোনিতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। নগরীর খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাইস কুকার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভাতে টুটপাড়া ও বয়রা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাদের এক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে পুড়ে যায় অর্ধশত বসত ঘর। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান।আলমগীর হান্নান/এসএস/এমএস