আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মাদারীপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি মাদারীপুরের আয়োজনে পুনাক ভবনের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুলিশ সদস্যদের সন্তান ও পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে দুটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাসুদ আলম।
পুনাক সভানেত্রী শিউলী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলাউর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ভনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কারুকলা বিভাগের শিক্ষক অঞ্জন বিশ্বাস।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম