রাজধানীর গুলশান-১ ও এর আশেপাশে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার দুপুর ১২টার থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।গুলশান থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, অবৈধ স্থাপনা ও বিলবোর্ড উচ্ছেদে রাজউকের অভিযান চলছে। ডিএনসিসি মার্কেট এবং গুলশান শপিং সেন্টারে অভিযান চলছে। অভিযানের এক পর্যায়ে ক্ষতিগ্রস্তরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।এআর/আরএস/এসকেডি/এমএস