বিনোদন

ম্যান্ডেলার স্বরণে গান

৫ ডিসেম্বর নেলসন ম্যান্ডেলার প্রথম প্রয়াণ দিবস। এ দিবস উপলক্ষে তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি গাইবেন শিল্পী ফকির আলমগীর। চ্যানেল আইয়ে সকাল সাতটা ৩০ মিনিটে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে তিনি গাইবেন। বেলা দুইটা ৩০ মিনিটে ফকির আলমগীর থাকবেন ‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠানে। সবশেষ রাত ১১টা ৪৫ মিনিটে দেশ টিভির ‘ক্লোজআপ কলের গান’ অনুষ্ঠানে সরাসরি গাইবেন এ শিল্পী।