দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এসময় ইকবালুর রহিম বলেন, স্বাধীনতা আমাদের গর্ব। এ গর্বকে জ্ঞানে পরিণত করার প্রয়াসে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নীতি-আদর্শ ও দেশপ্রেমের চেতনা সংরক্ষণসহ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ কর্নার অগ্রণী ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: ১০৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার
তিনি বলেন, সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থামাতে চেয়েছিল পাকিস্তানের দোসররা। কিন্তু বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, তারা সেটি বুজতে পারেনি।
এ সময় এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোমেনুল হক, হাসপাতালেরর ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/আরএইচ/জিকেএস