আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ ফেব্রুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান, নিহতের সংখ্যা বেড়ে ১০

ফিলিস্তিনের নাবলুস শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে বহু। বুধবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

গুগল থেকে ছাঁটাই সাত কর্মীর নতুন কোম্পানি

সম্প্রতি ব্যয় সংকোচনের উদ্দেশ্যে ১২ হাজার কর্মী ছাঁটাই করে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের অভিভাবক কোম্পানি অ্যালফাবেট। ছাঁটাই হওয়া কর্মীদের একজন হলেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কাজ করা হেনরি কির্ক। চাকরি হারানোর পর ছাঁটাই হওয়া আরও ছয় কর্মীকে নিয়ে নিজস্ব কোম্পানি গড়ে তুলতে চলেছেন তিনি।

পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে রাশিয়ার: মেদভেদেভ

ইউক্রেন সংঘাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পারমাণবিকসহ যে কোনো অস্ত্র দিয়ে নিজেদের রক্ষার অধিকার রয়েছে মস্কোর। বুধবার (২২ ডিসেম্বর) রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ কথা বলেছেন। মার্কিন এলিটরা ধরা ছোঁয়ার বাইরে থাকবে, তা বিবেচনা করা উচিত হবে না বলেও সতর্ক করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে চান ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী। প্রযুক্তি উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী এ ব্যক্তি আগামী নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে চান। তার এ ঘোষণা এরই মধ্যে মার্কিন রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

চার বছর পর চীন-জাপানের নিরাপত্তা সংলাপ

চার বছর পর আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা সংলাপে বসেছে চীন ও জাপান। জানা যায়, সম্প্রতি টোকিওর সামরিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন বেইজিং। অন্যদিকে রাশিয়া-চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ও নজরদারি বেলুনের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন জাপান। এসব বিষয় নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতেই বুধবার (২২ ফেব্রুয়ারি) দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়।

এবার জাপানের সমুদ্রসৈকতে ‘অজ্ঞাত বস্তু’

জাপানের হামামাতসুর এনসু সমুদ্রসৈকতে গোলাকৃতির একটি অজ্ঞাত বস্তু পাওয়া গেছে। মঙ্গলবার সকালে সৈকতে হাঁটতে গিয়ে এক নারী বস্তুটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত সময়ের মধ্যে গোলাকার ওই বস্তুটি উদ্ধার করা হয়।

তুরস্কে অস্থায়ী মজুরি সহায়তা প্রকল্প চালু

তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সহায়তায় একটি অস্থায়ী মজুরি সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৭ ও ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তুরস্কের ১০টি শহর। শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। কয়েক হাজার ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির। এবার ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ঘোষণা দেওয়া হচ্ছে সরকারের তরফে।

শুকিয়ে যাচ্ছে ভেনিসের খাল

ইতালির বলতে গেলে গোটা বিশ্বের অন্যতম পর্যটকমুখর শহর হচ্ছে ভেনিস। শহরজুড়ে ছোট ছোট খাল। আর সেই খাল পাড়ি দিতে হতো গন্ডোলায় চড়ে। গন্ডোলা একটি ঐতিহ্যবাহী সরু ও লম্বা ভেনিসিয়ান দাঁড়টানা নৌকা। কিন্তু পানি অভাবে গন্ডোলায় চড়া কঠিন হয়ে গেছে। ওয়াটার ট্যাক্সি ও ওয়াটার অ্যাম্বুলেন্সও চলা দায়।

৩ মাসে থাইল্যান্ডে ২ লাখ ৩৩ হাজার রুশ নাগরিক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্বিতীয় বছরে পড়তে যাচ্ছে। যুদ্ধের জেরে রুশ সেনাবাহিনীতে নিয়োগ জটিলতা ও অর্থনৈতিক বিপর্যয় এড়াতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে সম্পত্তি কিনছেন রাশিয়ানদের অনেকেই। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসন শুরু করার পর থেকে রুশ নাগরিকরা নতুন জীবনের জন্য থাইল্যান্ডকে বেছে নিচ্ছে।

পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাবেন শি জিনপিং

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের একবছর হতে চলেছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণের জন্য কথিত গণভোট করেছে রাশিয়া। তবে এখনো দু’পক্ষের লড়াই চলছে। সেই যুদ্ধের সমাপ্তি ঘটাতে সহায়তা করতে চায় চীন। জানা যাচ্ছে, সে উপলক্ষে শিগগির মস্কো সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

এমএসএম/জিকেএস