বর্তমান সরকার কৃষকদের সঙ্গে আছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলে দেশের উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। সারা বিশ্বের মানুষ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। তারা বলছে আলোর দিশারীর নাম শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষকদের উদ্দেশ্যে নৌ প্রতিমন্ত্রী বলেন, আপনারা ২২ টাকায় ইউরিয়া নিচ্ছেন। এক কেজিতে সরকার ৫৯ টাকা ভর্তুকি দিচ্ছে। এ ভর্তুকি অতীতে কোনো সরকার দেয়নি।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফসার আলী, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ আফজাল প্রমুখ।
এমদাদুল হক মিলন/এসজে/এএসএম