নাটোর জেলা আইনজীবী সমিতির আবু আহসান টগর সভাপতি ও আব্দুল মালেক শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার একেএম শাহজাহান কবীর এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে আখতার হোসেন, যুগ্ম-সম্পাদক পদে কাজী তাজ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে শরীফুল ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন, নিরীক্ষণ সম্পাদক পদে রকিবুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে কাজী বিল্লাহ, আপ্যায়ন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মো. রায়হান সিনা ও মহিলা সম্পাদিকা পদে আরজুমান্দ বানু পুষ্প নির্বাচিত হয়েছেন।
রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস