লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আহাম্মদ ফেরদৌস মানিক সভাপতি ও হাসান আল মাহমুদ সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী একেএম হুমায়ুন কবীর।
নির্বাচনে মো. শামসুদ্দিন ও জহুর আহমেদ চৌধুরী সহ-সভাপতি, রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলম সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কামরুল হাসান রনি অডিটর, মাহির আসহাব পাঠাগার বিষয়ক সম্পাদক, ফারুক হোসেন সাংস্কৃতিক সম্পাদক এবং আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া ও সাইফ উদ্দিন খোকন সদস্য নির্বাচিত হয়েছেন।
কাজল কায়েস/আরএইচ/জিকেএস