দেশজুড়ে

হাসিনা সরকার আছে বলেই নারীরা বড় বড় কাজে অবদান রাখতে পারছেন

মাদারীপুুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, বর্তমানে নারীরা স্বাধীনভাবে সব কাজে অংশগ্রহণ করতে পারছেন। একমাত্র শেখ হাসিনা সরকারের আমলেই তা সম্ভব হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার আছে বলেই আজ নারীরা বিভিন্ন বড় বড় কাজে অবদান রাখতে পারছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরের খাগছাড়া এইচ কে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন শাজাহান খান।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, মস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. কুদ্দুস মল্লিক প্রমুখ।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস