দেশজুড়ে

বাসচাপায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের রেলগেট কশাইপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন তানোর উপজেলার চান্দুড়িয়া গ্রামের সাবের আলীর ছেলে সাদেকুল ইসলাম (৩৫)।

আহতরা হলেন একই উপজেলার মৃত তমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী(৪০) ও লুৎফর রহমানের ছেলে রায়হান আলী (৩৫)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুরে গোদাগাড়ীগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদেকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি কামরুল ইসলাম।

সাখাওয়াত হোসেন/এসআর/এমএস