দেশজুড়ে

অভাবের মধ্যেও শ্রমিকদের রেশনিংয়ের ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শ্রমিক লীগ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত প্রিয় একটি সংগঠন। দেশ স্বাধীন হওয়ার পর অভাবের মধ্যেও তিনি শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করেছিলেন।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের প্রতিটি পর্যায়ের শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঝালকাঠির শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব একথা বলেন আমির হোসেন আমু।

এসময় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মানিক হাওলাদার।

আতিকুর রহমান/এসআর/এমএস