দেশজুড়ে

সাতক্ষীরার দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বার্নিকাট

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরস্থ বাংলাদেশ লাইভস্টক প্রোডাকশন ফর এমপ্রুভড প্রকল্পের দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। সোমবার দুপুরে ইউএসএইডের অর্থায়নে পরিচালিত এ দুগ্ধশীতলীকরণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এর আগে বেলা ১১টার দিকে সাতক্ষীরা স্টেডিয়ামে তিনি হেলিকপ্টার যোগে অবতরণ করেন।পরিদর্শনকালে খামারি পূর্ণিমা বৈরাগী, ফজলুর রহমান, আতিয়ার রহমান, লুৎফর রহমানসহ দশজন দুগ্ধশীতলীকরণের সাফল্য ও সমস্যার কথা তুলে ধরেন।এসময় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট আগের তুলনায় দুগ্ধ উৎপাদনে পরিবর্তন সম্পর্কে জানতে চান। বিকালে কলারোয়া উপজেলার একটি মৎস্য খামার পরিদর্শন করেছেন।এআরএ/পিআর