দেশজুড়ে

বিএনপির শান্তি সমাবেশে সরকার নার্ভাস হয়ে গেছে: দুলু

বিএনপির শান্তি সমাবেশে সরকার নার্ভাস (ভীতিগ্রস্ত) হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আশাদুল হাবিব দুলু।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তি ও তেল, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে বিএনপির পদযাত্রা শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

দুলু বলেন, বিএনপি শান্তি সমাবেশ দেওয়ার কারণে সরকার ভয়ে নার্ভাস হয়ে গেছে। তারা শান্তি সমাবেশের নামে বিরিয়ানি, টাকা, চাকরির লোভ দেখিয়েও জনগণকে আনতে পারেনি।

তিনি আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য কমানোর দাবি মানা যদি না মানা হয়, আর এর ফলে যদি দেশের অবস্থা ভয়াবহ হয় তবে তার দায়-দায়িত্ব সরকার ও শেখ হাসিনাকে নিতে হবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি ভিপি আনিস, সম্পাদক হাসান আলী, জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হক লিমন বক্তব্য দেন।

রবিউল হাসান/এমআরআর/এএসএম