টাঙ্গাইলে মাদক সেবনের জেরে রায়হান (২০) নামে এক তরুণ হত্যাকাণ্ডের ঘটনায় মর্জিনা বেগম নামে এক মাদক কারবারির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দেলদুয়ার উপজেলা ঘাততলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে।
এদিকে, রায়হানের মরদেহ পাওয়ার পরপরই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাদক কারবারি মর্জিনা বেগমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে।
জানা গেছে, মর্জিনা বেগম সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। বর্তমানে ওই বাড়িতে তার ছেলে মাদক কারবার করতেন বলে অভিযোগ আছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার দিনগত রাতে মাদক সেবন নিয়ে কথাকাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পরে নিহতের মরদেহ মর্জিনা বেগমের বাড়ির কাছে ফেলে রাখা হয়। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা মর্জিনা বেগমের বাড়িতে দুই দফা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
আরিফ উর রহমান টগর/এমআরআর/এমএস