সবার জানা, দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন পুরান ঢাকার কৃতি সন্তান ব্রজেন দাস। ক্রীড়াক্ষেত্রে দেশের জন্য অসামান্য সাফল্য ও সম্মান বয়ে আনা দেশ বরেণ্য সাঁতারু ব্রজেন দাসের স্কুল কিশোরী লাল জুবিলী স্কুল ও কলেজ তাকে সম্মান জানালো। এ অসাধারন সাঁতারুর নামে পালিত হলো ‘ব্রজেন দাস ক্রীড়া উৎসব।’
গত বৃহস্পতিবার পুরান ঢাকার শ্যাম বাজারে রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহি শিক্ষা কেন্দ্র কিশোরী লাল জুবিলী বিদ্যালয় ও কলেজের মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। স্কুল ও কলেজের শতাধিক ছেলে ও মেয়ে ক্রীড়াবীদ এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ব্রজেন দাস ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ক্রীড়াবীদদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বিশেষ অতিখি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এছাড়া ডেইলি স্টারের কন্টেন্ট এডিটর মোহাম্মদ আল আমিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কে এল জুবিলী বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন ছোটন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আইএইচএস/