রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে গিয়াস উদ্দিন (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পৌর শহরের রিজার্ভ বাজারস্থ মহসীন কলোনির পেছন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। গিয়াস পৌর শহরের আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নদীর পাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে মহসীন কলোনি এলাকার বাসিন্দারা তাদের বাসার পেছনের হ্রদের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেযে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, সকালে হ্রদে লাম ভাসার খবর পেয়ে পুলিশকে জানাই। গিয়াস কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জেনেছি।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ক্য লাহ্ চিং জাগো নিউজকে বলেন, খবর পেযে মরদেহ উদ্ধার করি। গিয়াস কিছুদিন আগ থেকেই নিখোঁজ ছিলেন। তাই তার স্ত্রী এবং মা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখতে পাইনি। যেহেতু তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানতে পেরেছি, আমরা ধারণা করছি তিনি কোনোভাবে হ্রদের পানিতে পড়ে গিয়ে মারা যান।
এসআই আরও বলেন, আপাতত লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাচ্ছি। বাকিটা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সাইফুল উদ্দীন/এসজে/এমএস