প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সক্ষমতা বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি রোববার (২৬ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলা মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, এখন ভুখা, নাঙা, লঙ্গরখানায় যাবে, পাঁজরের হাড় বেরিয়ে গেছে, গায়ে জামা নেই, রাস্তায় ভিক্ষা করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনার ডায়নামিক লিডারশিপে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সবকিছুতে একটা রেডিক্যাল চেঞ্জ আসছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রক্ষমতায় আসার পর আলাদা করে কোনো ট্যাক্স ধার্য করেননি। ট্যাক্স বাড়াননি। ইকোনমিক্যাল স্ট্রাকচার প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের আগে যা ছিল, আসার পর তাই আছে। একজন মানুষের সততা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, দেশপ্রেম এবং লক্ষ্যে পৌঁছানোর ক্যারেসমাটিক মেধা থাকলে বিপন্ন-বিপর্যস্ত একটি দেশকে কোথায় নিয়ে যাওয়া যায়, সেই দৃষ্টান্ত প্রধানমন্ত্রী দেখিয়েছেন।
আরও পড়ুন: ভিক্ষা করে সংসার চালায় শিশু রাহমিদা
খামারিদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে যে ছেলেটি সুন্দর লাভ বার্ড দেখে যাচ্ছে, সে চিন্তা করছে, এটা বিক্রি করে টিকে আছে, আমিও একটা করবো। অর্থাৎ আমার উদ্যোক্তাকে আমি ছড়িয়ে দিচ্ছি এর ভেতর থেকে। তাদের অনুপ্রাণিত করছি। শুধু দেখার ভেতর থেকে এটা শেষ হচ্ছে না।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. টি. এম মোস্তফা কামাল।
এসএম/এমএইচআর/জেআইএম