সুন্দরবন ঘুরে গেলেন খ্যাতিমান সংগীত শিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তারা পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী কেন্দ্রে আসেন। বিকেল ৫টা পর্যন্ত তারা করমজলে অবস্থান করেন।
আরও পড়ুন: একদিনের সুন্দরবন ভ্রমণে যা যা ঘুরে দেখবেন
এ সময় তাদের দুই মেয়ে ও এক ছেলে সঙ্গে ছিলেন। তারা করমজলের কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র, কৃত্রিমভাবে সংরক্ষিত মায়াবী ও চিত্রা হরিণের আবাস, সুদীর্ঘ ফুট টেইলর ও ওয়াচ-টাওয়ারসহ নানা স্থাপনা এবং সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ঘুরে দেখেন।
পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, রফিকুল আলম-আবিদা সুলতানা দম্পতি তাদের দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে করমজল ঘুরে গেছেন। করমজলে এটাই তাদের প্রথম ভ্রমণ। এখান থেকে মোংলা হয়ে ঢাকায় ফিরে গেছেন তারা।
আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম