সাম্প্রতিক সময়ে সারাদেশে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ঘটনা উদ্বেগজনক। যা নারীদের অগ্রযাত্রা এবং স্বাধীনভাবে চলাচল ও নিরাপত্তা ব্যাহত করছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমনটি দাবি করছে বাংলাদেশ মহিলা পরিষদ। এসব ঘটনায় সংগঠনটি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিবৃতিতে সই করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।
আরও পড়ুন: যৌন হয়রানি : আদালতের নির্দেশনা জানেন না ৮৭ শতাংশ শিক্ষার্থী
এতে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যমে জানা যায় যে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার পূর্ব আন্দিউড়া গ্রামে বখাটেদের উত্ত্যক্ত ও হেনস্তার কারণে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। প্রায় এক বছর ধরে আন্দিউড়া গ্রামের মুন পাঠানের ছেলে নয়ন বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওই স্কুলছাত্রী ২৪ ফেব্রুয়ারি দুপুরে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ে গান শিখতে যায়।
আরও পড়ুন: নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বিবৃতিতে আরও বলা হয়, এসময় আন্দিউড়া গ্রামের কিশোর গ্যাং সদস্য নয়ন, ইমন, বিজয় ও আরমান বিদ্যালয়ের কক্ষে ঢুকে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় এসে আবার তার হাত ধরে টানাটানি ও শারীরিক নির্যাতন করে কিশোররা। তাদের অপমান সইতে না পেরে বাড়ি এসে ওই স্কুলছাত্রী বিষপান করে।
আরও পড়ুন: ৭ বছরের শিশুকে যৌন হয়রানি, মাদরাসা শিক্ষক গ্রেফতার
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের যথাযথ ভূমিকা পালনের দাবি জানায় সংগঠনটি।
আইএইচআর/জেডএইচ/