মাদারীপুরের রাজৈরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুতারকান্দি বাজিতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এমদাদুল হক রাজৈর উপজেলার বাজিতপুর এলাকার মো. সাহেব আলী ফকিরের ছেলে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সোমবার সকালে একটি ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এমদাদুল হককে গ্রেফতার করা হয়।
আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/এএসএম