কুড়িগ্রামের রাজারহাটে দুই ইটভাটা মালিকের ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক স্থানে অভিযান চালি এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে মেসার্স ডি কে ব্রিকসের মালিককে পাঁচ লাখ টাকা ও মেসার্স এ ডি ব্রিকসের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
অভিযানে রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এবং রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনিম উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, দূষণ রোধে ছাড়পত্রহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ফজলু ফরায়েজী/আরএইচ/এমএস