দেশজুড়ে

নড়াইলে ৪৪০ বস্তা সারসহ ট্রাক জব্দ

নড়াইলে ৪৪০ বস্তা টিএসপি সারসহ একটি আটক করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে শহরের মুচিপোল এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়।

অলোক কুন্ডু নামের একজন ওই সার নিজের দাবি করলেও তাৎক্ষণিকভাবে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল রাতের আঁধারে ট্রাকে করে সার পাচার করা হচ্ছে। মুচিপোলে পৌঁছালে স্থানীয়রা ট্রাকটি থামান। এসময় চালক মিজানুর রহমান জানান, এর মালিক অলোক কুন্ডু সারবোঝাই ট্রাকটি তার অফিসের সামনে রাখতে বলেছেন। একটু পরেই আবার বলেন, একটি তেলের পাম্পে নিয়ে যেতে বলেছেন। বিষয়টি সন্দেহ হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানকে জানানো হয়।

পরে অলোক কুন্ডু নামের একজন এসে নিজের সার দাবি করে বলেন, এগুলো মাইজপাড়া ও কালিয়া যাবে। পরে তিনি বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকটি জব্দ করে পুলিশ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ বলেন, সারসহ ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/এসআর/জেআইএম