ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গরু চুরি করে পালানোর সময় ধরতে গেলে চোর চক্রের ছুরিকাঘাতে পারভেজ মিয়া (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের চরকাকরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়া ওই এলাকার উবায়েদ উল্লাহর ছেলে।
গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় হুমায়ুন মিয়ার গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে পালাচ্ছিল চোরের দল। এসময় মেঘনা নদীতে জেলেদের দেখে গরু ফেলে চলে যায় তারা। চুরি হওয়া গরু দুটি মালিক হুমায়ুনের বাড়িতে নিয়ে আসেন জেলেরা। গরু পাওয়ার পর হুমায়ুন তার ছোট ভাই পারভেজকে সঙ্গে নিয়ে চোর ধরতে বের হন।
গ্রামের বাইরে যেতেই চোর চক্রের চার/পাঁচজন তাদের ওপর হামলা করে। তারা পারভেজকে ধরে মেঘনা নদীর তীরে নিয়ে যায়। সেখানে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় চোরের দল। পরে খবর পেয়ে স্বজন ও গ্রামবাসীরা পারভেজকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, মরদেহ কুলিয়ারচর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এমএস