মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকার ‘বাগাট সুইট’ নামের মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মিষ্টি তৈরিতে কাপড়ের রং মেশানোর দায়ে দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকার বাগাট সুইট নামের মিষ্টির দোকানে কাপড়ের রং ও কেমিকেল মিশিয়ে মিষ্টি তৈরি করা হয়। এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সেখানে অভিযান চালায়। অভিযানে এক বোতল রং ও কেমিকেল জব্দ করা হয়। এই রং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
খাদ্যে ভেজাল দেওয়ার অপরাধে দোকানি মিরাজ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, বাগাট সুইট নামের একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে সে এমন কাজ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া খাদ্যে ভেজাল বন্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম