আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

দ. আফ্রিকায় ১৯ বাংলাদেশি উদ্ধার, আটক স্বদেশি পাচারকারীদক্ষিণ আফ্রিকায় সন্দেহভাজন পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে ১৯ বাংলাদেশি নাগরিককে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এহলানজেনি জেলা গোয়েন্দা টাস্ক টিমের এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম দ্য সিটিজেন এবং টাইমসের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইমরান খানের নামে গ্রেফতারি পরোয়ানাপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। তোশাখানা মামলার শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

একই সময় ৪ মামলার শুনানি: আদালতের চক্করে ইমরান খানক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের। একের পর এক আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন তিনি। এখন চক্কর কাটতে হচ্ছে আদালতের দ্বারে দ্বারে। তবে সেখানেও সমস্যা। যেমন- মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) একই দিনে চারটি মামলার শুনানিতে স্বশরীরে উপস্থিত থাকার কথা ছিল তার। অথচ সেগুলো অনুষ্ঠিত হয়েছে প্রায় একই সময়ে দুটি ভিন্ন স্থানের চারটি ভিন্ন আদালতে।

বিশ্বাস ফেরাতে ঋণ শোধ করছেন আদানিহিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে নষ্ট হওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মোটা অংকের ঋণ শোধ দেওয়ার চিন্তা করছেন ভারতীয় টাইকুন গৌতম আদানি। এ বিষয়ে অবগত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আগামী মার্চ মাসের মধ্যেই ৬৯ কোটি থেকে ৭৯ কোটি মার্কিন ডলার পর্যন্ত শেয়ার-সমর্থিত ঋণ পরিশোধ বা আগাম শোধ দেওয়ার পরিকল্পনা নিয়েছে আদানি গ্রুপ।

পশ্চিমবঙ্গ: অ্যাডিনোভাইরাসে আরও পাঁচ শিশুর মৃত্যুকরোনাভাইরাসের পর এবার পশ্চিমবঙ্গে আরেক আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস। সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে মঙ্গলবার পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি ছিল।

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ: পূর্ব ইউরোপকে শক্তিশালী করেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধরাশিয়া ও ইউক্রেন ছাড়া পূর্ব ইউরোপের দেশসমূহ হচ্ছে মলদোভা, বেলারুশ, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান ও তুরস্ক। জার্মান চ্যান্সেলরের হোয়াইট হাউজ সফরকে একসময় ইউরো-আমেরিকান কূটনৈতিক সম্পর্কের চূড়া বিবেচনা করা হতো। জার্মানির ওলাফ শলৎজ ৩ মার্চ জো বাইডেনের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন, ডিসি-তে যাবেন, তখন এটি সেই পাক্ষিক ইউরোপের সঙ্গে আমেরিকান প্রেসিডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে গণ্য নাও হতে পারে।

উত্তর আয়ারল্যান্ড নিয়ে ঋষি সুনাকের নতুন চুক্তিব্রেক্সিট চুক্তি নিয়ে বিরোধ নিরসনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন নতুন একটি চুক্তি করতে একমত হয়েছেন। দাবি করা হচ্ছে, ‘উইন্ডসর ফ্রেমওয়ার্ক’ নামের নতুন এ চুক্তি উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল কার্যকর করার ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করবে ও ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কে নতুন অধ্যায় শুরু করবে।

ভারত সফর করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রীজি-২০ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে অংশ নিতে ভারত সফর করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। চীনের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘জি-২০-কে বিশ্ব অর্থনীতিতে প্রধান চ্যালেঞ্জগুলোর দিকে গুরুত্ব দেওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বহুপাক্ষিক বিষয়ে ইতিবাচক বার্তা দেয়। সেটি নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কআবারও বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেন ইলন মাস্ক। দুই মাসেরও বেশি সময় পর মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার শীর্ষে অবস্থান করছেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক।

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে ক্ষমতাসীনরাআফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার (২৫ ফেব্রুয়ারি)। ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবু এগিয়ে রয়েছেন। মঙ্গলবার দেশটির ৩৬টি রাজ্যের মধ্যে ২৫টির ফলাফল পাওয়া গেছে।

কেএএ/এমএস