দেশজুড়ে

সাভারে ট্রাক চালককে কুপিয়ে হত্যা

সাভারের আমিনবাজারে অজ্ঞাত নামে (২৪) এক ট্রাক চালককে কুপিয়ে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আমিনবাজার ট্রাক স্ট্যান্ড থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাতের যেকোন সময় অজ্ঞাত ওই ট্রাক চালককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা সকালে একটি ট্রাকের নিচে তার মৃহদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাত ওই ট্রাক চালকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, কি কারণে অজ্ঞাত ওই ট্রাক চালককে দুর্বৃত্তরা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে ও তার পরিচয় জানার চেষ্টা চলছে। আল-মামুন/জেএইচ/পিআর