রাজধানীর ধানমন্ডি লেক থেকে সুদীপ্ত দত্ত অর্জুন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়দের দেয়া খবরে ধানমন্ডি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। সুদীপ্ত রাজধানীর রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। অর্জুন রায়ের বাজারে তার পরিবারের সঙ্গে থাকত বলে জানিয়েছে পুলিশ। বাবা অসীম কুমার পুলিশকে জানায়, সুদীপ্ত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ইন্টারমিডিয়েটে (এইচএসসি) পড়ালেখা করতো। সে ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পায়। দুই দিন আগে লেখাপড়া বাদ দিয়ে বাসায় টেলিভিশনে এশিয়া কাপের বাংলাদেশ-শ্রীলংকার খেলা দেখছিল। এ নিয়ে মা গালাগাল করায় রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ইন্সপেক্টর হেলাল উদ্দিন বলেন, পরিবারের ওপর রাগ করে গত ২৮ ফেব্রুয়ারি বাসা থেকে বের হয়ে যায় সুদীপ্ত। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডিও করা হয়।জেইউ/আরএস/এমএস