দেশজুড়ে

হরিপুরে আ.লীগ-বিএনপি’র প্রার্থী চূড়ান্ত

আসন্ন ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, বৃহৎ দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করে প্রার্থীতা চুড়ান্ত করেছেন। তবে কয়েকটি ইউনিয়নে অনেক জনপ্রিয় প্রার্থী বাদ পড়েছেন বলে দুটি দলেরই তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশংকা করা হচ্ছে।এদিকে বিএপির প্রার্থীরা ধরপাকড়ের আতঙ্কে দিনযাপন করছেন। নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন দলের নেতারা।  আ.লীগের দলীয় প্রার্থী হিসেবে যারা চুড়ান্ত হয়েছেন তারা হলেন, ১নং গেদুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ, ২নং আমগাঁও ইউনিয়নের ইউনিয়ন আ.লীগ সভাপতি শামসুল হুদা তালুকদার, ৩নং বকুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি আবু তাহের। ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ইউনিয়ন আ.লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ৫নং হরিপুর সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মমিনুল ইসলাম এডিসন ও ৬নং ভাতুরিয়া ইউনিয়নের উপজেলা আ.লীগ কমিটির আইন বিষয়ক সম্পাদক সাহাজান আলী।অপরদিকে বিএনপি থেকে ১নং গেদুড়া ইউনিয়নের উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য তরিকুল ইসলাম, ২নং আমগাঁও ইউনিয়নের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ইসমাঈল হোসেন, ৩নং বকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাসেম বর্ষা, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের বিএনপি নেতা আহসান হাবীব চৌধুরী, ৫নং হরিপুর সদর ইউনিয়ন থেকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ও ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মিলার।এদিকে অভিযোগ উঠেছে ২নং আমগাঁও ইউনিয়নের আ.লীগের দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আ.লীগের সহ-সভাপতি উমাকান্ত ভৌমিককে মনোনয়ন না দিয়ে ইউনিয়ন আ.লীগ সভাপতি শামসুল হুদা তালুকদারকে মনোনয়ন দেয়ায় ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের একাংশ নাখোশ হয়েছেন। হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল জানান, যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের হয়ে দলের সকলেই কাজ করবে। আমরা নিশ্চিত নির্বাচনে আমরা প্রত্যেক আসনে বিপুল ভোটে জয়লাভ করবো।  হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক করিমুল হক মন্জুর জানান, সুষ্ঠ নির্বাচন হলে হরিপুর উপজেলার সকল ইউনিয়নে বিএনপির প্রার্থীরা জয়ী হবেন। আমরা ত্যাগি নেতাদেরকে সকলের মতামতে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেছি। যদি প্রশাসনিক ভাবে নেতাকর্মীদের হেনস্তা করা না হয় তাহলে বিজয় আমাদের নিশ্চিত।রবিউল এহ্সান রিপন/এফএ/এমএস