দেশজুড়ে

বেপরোয়া গতিতে ট্রলি চালিয়ে প্রাণ গেলো যুবকের

খুলনার কয়রা উপজেলায় বেপরোয়া গতিতে ট্রলি চালাতে গিয়ে খাদে পড়ে আশরাফুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই শরীফুল গুরুতর আহত হয়েছেন।

বুধাবার (১ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে কয়রা উপজেলার আন্তবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা (বিপিএম) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহত যুবক সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দাল গ্রামের আজিজুর রহমানের ছেলে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা (বিপিএম) বলেন, ইটবোঝাই ট্রলি নিয়ে আশরাফুল ও শরীফুল আমাদি থেকে কয়রার দিকে আসছিলেন। পথিমধ্যে আন্তাবুনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খাদে পড়ে যায়। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। শরীফুল গুরুতর আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

আলমগীর হান্নান/এফএ/এএসএম