দেশজুড়ে

মাদারীপুরে আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের প্রতিবাদ সভা

মাদারীপুর-২ আসনের এমপির পছন্দের প্রার্থীকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়ায় কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে সদর উপজেলার সমাদ্দার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে দলীয় শতাধিক নেতাকর্মী এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।জানা গেছে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের আওয়ামী লীগের কার্যকরী কমিটির তৃণমূল নেতাকর্মীর মতামত নিয়ে কেন্দুয়া আওয়ামী লীগের সভাপতি পরিমল কুন্ডুকে মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ করে। কিন্তু জেলা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ ও মাদারীপুর-২ আসনের সাংসদ আফম বাহাউদ্দিন নাছিম-এর পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়ায় ইউনিয়ন আ.লীগের সভাপতি পরিমল কুন্ডু ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের অনুসারীরা প্রতিবাদ কর্মসূচী পালন করেন। নেতাকর্মীরা বলেন, বাহাউদ্দিন নাছিম জনগনের ভোটে নির্বাচিত হননি। ঘরে বসে তিনি এমপি হয়েছেন। তাই তিনি জনগন ও নেতাকর্মীদের চাওয়া-পাওয়াকে বুঝতে পারেন না। তিনি ভুল ব্যক্তিকে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমরা এই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, কেন্দুয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা মহানগর কমিটির সভাপতি বাচ্চু শিকদারসহ অন্যান্য নেতাকর্মীরা।নাসিরুল হক/এফএ/পিআর