জাতীয়

১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার রাজধানী শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন।তিনি জানান, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৬ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬৯৪ কোটি ৫৬ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৯৫৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয় করা হবে।ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫ হাজার ৬৯৪ কোটি ৫৬ লাখ টাকা। প্রকল্প সহায়তা পাওয়া যাবে ৯৫৬ টাকা।এসএ/আরএস/পিআর