বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী আহমেদের মুক্তির দাবিতে ছাত্র-সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। এসময় রিজভীর মুক্তির জন্য সরকারের কাছে আহ্বান জানান নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ সমাবেশ পালন করেন তারা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠুর সঞ্চালনায় রাজশাহী মহানগরের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা নেতৃত্বকে এভাবে দাবিয়ে রাখা যাবে না। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিয়েছেন, শিক্ষার্থীদের পাশে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কাজ করে গেছেন। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ে আর গণতন্ত্র নেই।
রাজশাহী মহানগরের বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কথা বলায় রিজভী আহমেদকে জেলে পুড়েছে সরকার। আমরা তার দ্রুত মুক্তি চাই।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, গণতন্ত্রহীনতার চূড়ান্ত পর্যায়ে আমরা অবস্থা করছি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে গিয়ে তাকে (রিজভী আহমেদ) জেলে আটক রেখে নির্যাতন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত জাতীয়তাবাদী শিক্ষা ফোরামের সদস্য ড. আব্দুল মতিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, বিএনপিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সদস্য মানুনুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এনামুল হক, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট জাহাঙ্গীর আলম, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-খুদা প্রমুখ।
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম