দেশজুড়ে

আম বাগানে মিললো অটোরিকশাচালকের মরদেহ

নাটোরে আম বাগান থেকে জাহিদুল ইসলাম নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের বুড়ির বটতলা গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাহিদুল ইসলাম একই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

আরও পড়ুন: নিখোঁজের দুদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, বিকেলে বাড়ি থেকে বের হয়ে পাশের পীরগঞ্জ বাজারে যায় জাহিদুল ইসলাম। পরে তিনি রাত ১০টা পর্যন্ত বাজারে অবস্থান করেন। এ সময় সবার সঙ্গে তার দেখা-কথা হয়েছে। এরপর জাহিদুল ইসলাম রাতে আর বাড়ি ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা বাজারের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে নিহতের বাড়ির কাছে ইয়াকুব আলীর আম বাগানের মধ্যে জাহিদুল ইসলামের মরদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস