দেশজুড়ে

‘নির্বাচন ব্যবস্থার ওপর মানুষ আস্থা হারিয়েছে’

নির্বাচন ব্যবস্থার ওপর মানুষ আস্থা ও বিশ্বাস হারিয়েছে। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে নাগরিকদের মধ্যে অবশ্যই আস্থা ফিরিয়ে আনতে হবে। অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা প্রয়োজন।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় বাগেরহাটের মোংলা পৌর শহরের রিমঝিম চত্বরে সুশাসনের জন্য নাগরিক সুজন, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর ও ব্রেভ ইয়ুথ গ্রুপ আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। মানববন্ধনে বক্তব্য দেন- সুজনের মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, সুজন নেতা নাজমুল হক, কমলা সরকার, প্রসেনজিৎ মন্ডল, নয়ন মন্ডল, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর শেখ রাসেল, হাছিব সরদার, ব্রেভ ইয়ুথ গ্রুপের সুষ্মিতা মন্ডল ও সাইফুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বাংলাদেশের সাধারণ জনগণের আকাঙ্খা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবেও আমরা অঙ্গীকারবদ্ধ। কারণ আমরা সার্বজনীন মানবাধিকার সনদে স্বাক্ষরদাতা দেশ। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের জন্য একটি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হলে এসব আন্তর্জাতিক আইন ও চুক্তি মেনে চলতে হবে।’

আবু হোসাইন সুমন/এসজে/জিকেএস