ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রাম থেকে চরমপন্থি দলের শীর্ষ ক্যাডার বাদশা লস্করকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি এসএমজি, একটি ওয়ান সুটার গান ও ১০৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।সোমবার রাতে নিজ বাড়ি থেকে বাদশাকে গ্রেফতার করা হয়। সে ব্যাসপুর গ্রামের এমদাদ লস্করের ছেলে।র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর সুরুজ মিয়া জাগো নিউজকে জানান, তারা গোপন সুত্রে খবর পান যে, বাদশা অস্ত্রসহ তার বাহিনী নিয়ে ব্যাসপুর গ্রামে অবস্থান করছেন। সূত্র অনুসারে রাত ৮টার দিকে র্যাবের একটি দল ওই গ্রামে অভিযান শুরু করে। এসময় বাদশার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, বাদশা চরমপন্থি সংগঠন গনমুক্তি ফৌজের একজন শীর্ষ ক্যাডার। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি