দেশজুড়ে

স্কুলে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, দপ্তরি আটক

সিলেটের জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের পশ্চিম সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই স্কুলের দপ্তরিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে এলাকাবাসী রিপন চন্দ্র (৪০) নামের ওই দপ্তরিকে আটক করে পুলিশে সোপর্দ করে। রিপন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের পশ্চিম সরুখেল গ্রামের মনই চন্দ্রের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে বিরক্ত করে আসছিলেন। দুদিন আগে ওই ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে শারীরিক নির্যাতন করেন। ঘটনাটি ওই ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা প্রধান শিক্ষকসহ দপ্তরির পরিবারকে জানালেও কোনো সুরাহা হয়নি।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে এলাকাবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিপনকে স্কুলের একটি কক্ষে আটক করে রাখে। খবর পেয়ে চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বিদ্যালয়ে পৌঁছালে এলাকাবাসী দপ্তরিকে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ দপ্তরিকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর থেকেই পশ্চিম সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান বলেন, আমরা এ বিষয়ে জানতে পেরেছি, তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল থেকে দপ্তরিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছামির মাহমুদ/এফএ/জেআইএম