খেলাধুলা

মাশরাফি রূপগঞ্জেই, তামিমের সাথে মুশফিকও প্রাইম ব্যাংকে

আগের মত দলবদলকে ঘিরে ভক্ত-সমর্থকদের প্রাণ চাঞ্চল্য নেই। কে কোন দলে, তারকাদের কার নতুন ঠিকানা কি? তা জানতে এখন আর দর্শক, ভক্তের ঢল নামে না। তারপরও পঞ্চ পান্ডবরা কে কোথায়? নামি তারকা ও প্রতিষ্ঠিত পারফরমারদের নতুন ঠিকানা কি?

তা জানতে রাজ্যের কৌতুহল অনেকের। যদিও জাগো নিউজের পাঠকরা বেশ কয়েক মাস আগে থেকেই জানেন সাকিব আর মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন মোহামেডানের হয়ে। মাশরাফি বিন মর্তুজা এবারও পুরনো দল লিজেন্ডস অব রুপগঞ্জেই থাকছেন এবং অপর দুই শীর্ষ তারকা তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের এবারের ঠিকানা প্রাইম ব্যাংক।

তামিম আগে থেকেই প্রাইম ব্যাংকে। আর মুশফিকুর রহিম আজ প্রাইম ব্যাংকে যোগ দিয়েছেন। অনলাইনে দল বদলে কাজ সেরে শেখ জামাল থেকে প্রাইম ব্যাংকে নাম লিখিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’

শুধু মুশফিকুর রহিম নন। তামিমের সাথে একঝাঁক নামী, মেধাবি ও বেশ কার্যকর পারফরমারের ঠিকানা এবার প্রাইম ব্যাংক। বেশ কয়েক বছর গাজী গ্রুপ ক্রিকেটার্সে কাজ করা দেশ বরেণ্য কোচ মোহাম্মদ সালাউদ্দীনও প্রাইম ব্যাংকের কোচের দায়িত্ব পালন করবেন। তার কোচিংয়ে ব্যাটিং ও বোলিংয়ে একঝাঁক মেধাবী ক্রিকেটার এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন।

সেই তালিকায় তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সাথে ব্যাটার হিসেবে মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, আল আমিন জুনিয়র, অলক কাপালি, সাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী রাব্বি আর শামীম পাটোয়ারী আছেন। আর বোলার হিসেবে তাইজুল, মোস্তাফিজ, শরিফুল, রুবেল, রাকিবুলও প্রাইম ব্যাংকে।

এদিকে মিজানুর রহমান বাবুলের কোচিংয়ে গাজী গ্রুপও ভাল দল গড়ার সব কাজ সেরে ফেলেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। অভিজ্ঞ নাঈম ইসলামের এবারের দল গাজী গ্রুপ। সঙ্গে জাকির হাসান, মারকুটে ওপেনার ইমতিয়াজ তান্না, অফস্পিনার নাইম হাসান, পেসার হাসান মাহমুদ, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম নয়নও গাজী গ্রুপে।

জাগো নিউজের সাথে আলাপে মুমিনুর হক গাজী গ্রুপ ক্রিকেটার্সে যোগ দেওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘নাইম ভাই (নাঈম ইসলাম) আর আমি খেলবো গাজী গ্রুপে। সাথে আরও কয়েকজন বেশ ভাল পারফরমারে গড়া গাজী গ্রুপ বেশ ব্যালান্সড দল এবার।’

এদিকে গতবারের রানার্সআপ মাশরাফির লিজেন্ডস অব রুপগঞ্জের শক্তিও কমেনি। যদিও দলটির দু’জন সুপ্রতিষ্ঠিত পারফরমার অভিজ্ঞ ব্যাটিং স্তম্ভ নাইম ইসলাম আর বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদ এবার দলে নেই। নাইম ইসলাম গাজী গ্রুপ আর নাবিল সামাদ সাইন পুকুরে যোগ দিয়েছেন।

তবে মাশরাফির সাথে আগের বারের বেশিরভাগ ক্রিকেটারই রয়ে গেছেন লিজেন্ডস অব রুপগঞ্জে। অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান রুম্মন, পেসার আল আমিন, মুকতার আলী, স্পিনিং অলরাউন্ডার তানবির হায়দার, উইকেটকিপার কাম হার্ডহিটার ইরফান শুক্কুর এবং ভারতীয় ক্রিকেটার চিরাগ জানি এবারো রুপগঞ্জে।

সাথে এবার যুক্ত হচ্ছেন দুই তরুণ ড্যাশিং ওপেনার মুনিম শাহরিয়ার (আবাহনী থেকে) আর সিটি ক্লাবের তরুণ আশিকউজ্জামান নাইম। একই দলের জাওয়াদ রোয়েনের দলও এবার রুপগঞ্জ। এছাড়া বাঁ-হাতি স্পিনার রাজিবুল ইসলাম পেসার আব্দুল হালিম ও ওপেনার মাহমুদুল হাসান ইমনের সাথে প্রতিষ্ঠিত অলরাউন্ডার সোহাগ গাজীকেও এবার রিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলতে দেখা যাবে।

এআরবি/আইএইচএস/